Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধূলা আয়োজন

 

পার্বত্য খাড়াছড়ি জেলাধীন পানছড়ি উপজেলার ৩নংপানছড়ি ইউনিয়নটি উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত। এই উপজেলায় প্রায় বাংলাদেশর সকল জাতী গোষ্ঠির বসবাস। এরমধ্যে ৩নং পানছড়ি ইউনিয়নেই প্রায় সকল সস্প্রদায়ের লোকের বসবাস। অত্র ইউনিয়নে বসবাস করে বিলিন্ন খুদ্র নৃগোষ্ঠি তারমধ্যে রয়েছে- চাকমা, মারমা, ত্রিপুরা, সাওতাল বেশী। অত্র ইউনিয়নে বসবাতর বিভিন্ন জাতীর রয়েছে ভিন্নভিন্ন সংস্কৃতি তারমধ্যে উল্লেখ যোগ্য হলো-সংস্কৃতি - বিঝু , সাংগ্রাই, বৈসু, পহেলা বৈশাখ ইত্যািদ....

 

প্রায় প্রতি বাছর পানছড়ি ইউনিয়নে সরকারী/বেসকারী ভাবে বিভিন্ন খেলাধূলার আয়োজন করে থাকে। এর মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট ইত্যাদি।

 

বাংলাদেশ সরকার ঘোষিত গ্রাম্য হাড়িয়ে যাওয়া খেলাধূলা আয়োজনের মাধ্যমে পানছড়ি ইউনিয়ন পরিষদ প্রচুর জনপ্রিয়তা অর্জন সহ অত্র ইউনিয়নে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্য বন্ধুত্বের বন্ধন সৃষ্টি করে। পানছড়ি ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত  গ্রাম খেলাধূলার মধ্যে রয়েছে- হা-ডু-ডু, গোল্লাছোট, দাড়িয়াবান্ধা, বিস্কুট দৌড়, সাতচাড়া সহ আরো অনেক গ্রাম্য খেল।