পানছড়ি ইউনিয়নটি উপজেলা সদরে হওয়ায় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র নাই তবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্র নিয়মিত স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।
ব্র্যাক স্বাস্থ্য সেবা কেন্দ্র: উপজেলা প্রশাসন কার্যালয়ের পার্শ্বে, ব্র্যাক স্বাস্থ্য কেন্দ্র, পানছড়ি, খাগড়াছড়ি।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্র: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পানছড়ি, খাগড়াছড়ি।
ডা. বিদর্শী চাকমা। মোবাইল: ০১৮৪৯৮৮২৭৯৭
জরুরী সেবা সমূহ:
§ সকল ভর্তি রোগীদের যত্নসহকারে চিকিৎসা প্রদান করা হয় ।
§ মায়েদের প্রসব পূর্ব ও পরবর্তী বিভিন্ন পরামর্শ ও চিকিৎসা প্রদান করা হয় ।
§ মা ও শিশুস্বাস্থ্যসহ সকল সাধারন রোগীদের চিকিৎসা প্রদান করা হয় ।
§ যক্ষা সনাক্তকরন ও চিকিৎসা প্রদান করা হয় ।
§ মাসে ২য় ও ৪র্থ সপ্তাহে রবিবার কুষ্ঠ রোগীদের চিকিৎসা প্রদান করা হয় ।
§ প্রতি রবিবার শিশুদের টিকা ও স্বাস্থ্য শিক্ষাপ্রদান করা হয় ।
§ সার্বক্ষনিক জরুরী বিভাগ খোলা রেখে রোগীদের চিকিৎসা ও যথাস্থানে রোগী প্রেরনের জন্য এ্যাম্বুলেন্স ব্যবস্থা ।
§ জন্ম-মৃত্যু ও প্রতিবন্ধী সংক্রান্ত সনদ প্রদান ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস