Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পানছড়ি ইউনিয়ন পরিষদ

 

পার্বত্য খাগড়াছড়ি জেলা শহরটির চারদিক ঢেউতোলা সবুজের উঁচু নিচু পাহাড়ের দেয়াল। মাঝে ব্যস্ত শহরের দু’পাশে সবুজের বাঁকে-বাঁকে উঁচু-নিঁচু, আঁকা-বাঁকা কৃষ্ণ কালো সর্পিল। উচনীচু পাহাড়ের খাজেখাজে পাহাড়ী ফুল  আর সবুজের সমহার।  সেই জেলারি একটি উপজেলা পানছড়ি। পানছড়ি থানাটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। জন শ্রুতি আছে এখানে এক সময় প্রচুর পান চাষ হতো। পান চাষের এলাকা হিসাবে এটি তখনকার সময় পানছড়ি নাম ধারণ করে বলে জানা যায়। এ  উপজেলাটি আয়তন ৩৩৪.১১ বর্গ কি.মি। এতে ০৫টি ইউনিয়ন পরিষদ রয়েছে। জন সংখ্যা প্রায় ৬২১৯৮ জন। পুরুষ ৫৩% মহিলা ৪৮%। প্রায় সকল ধর্মের লোকের বসতি এখানে। এই ৫টি ইউনিয়নের মধ্যে ৩নং পানছড়ি ইউনিয়নটি উপজেলা সদরে অবস্থিত। এই ইউনিয়নে গ্রামের সংখ্যা ৭৩টি। এই ইউনিয়নে ১জ চেয়ারম্যান, ১২জন সদস্য-সদস্যা ১জন সচিব ও ৯জন গ্রাম পুলিশ সহ ১জন দফাদার রয়েছেন। এই ইউনিয়নের ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের সুনাম রয়েছে গোটা জেলায়।